বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২২:৩৫

পুরাণবাজারে উইমেন্স পাওয়ার ও ঢাকা আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

যত কষ্টই হোক সন্তানদের স্কুলে পাঠাবেন ---পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া

স্টাফ রিপোর্টার
যত কষ্টই হোক সন্তানদের স্কুলে পাঠাবেন  ---পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া

চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেছেন, আমাদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সমাজের অন্য জনগোষ্ঠীর মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে হবে। দিনমজুর, গরিব-দুঃখী মানুষেরও তাদের সন্তানদের নিয়ে স্বপ্ন আছে। যতই কষ্ট হোক লেখাপড়া শিখার জন্যে সন্তানদের স্কুলে পাঠাতে হবে।সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় পুরাণবাজার মেরকাটিজ রোড দক্ষিণস্থ ১ ও ২নং ওয়ার্ড এলাকায় শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীদের আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়নের জন্যে প্রশিক্ষণ ও সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান উইমেন্স পাওয়ার ও ঢাকা আহছানিয়া মিশন সাপোর্ট ফোরাম যৌথ উদ্যোগে দরিদ্র পরিবার ও তাদের শিশু সন্তানদের জন্যে শিক্ষা উপকরণ এবং শীতবস্ত্র বিতরণের এ আয়োজন করা হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোখলেছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন উইমেন্স পাওয়ারের নির্বাহী পরিচালক খাদিজা পারভিন পলি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলোকিত বাংলাদেশ সংগঠনের সদস্য আবরার হোসেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ওব্যাট ওপেন স্কাউট গ্রুপ চাঁদপুর- এর সদস্যবৃন্দ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। এর আগে পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া উইমেন্স পাওয়ারের স্থানীয় কার্যালয় উদ্বোধন করেন। সবশেষে তিনি পুরাণবাজার রিফিউজি কলোনিতে লিলি অব দ্যা ভ্যালি প্রি স্কুল পরিদর্শন করেন এবং এই স্কুলের শিক্ষা কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়