প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২০:৩২
চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাথে শুভেচ্ছা বিনিময়
সাংবাদিকদের সঙ্গে পুলিশের চমৎকার সম্পর্ক রয়েছে ----পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব তাঁর বক্তব্যে বলেন, এখন আর কেউ বলতে পারবে না থানায় অভিযোগ কিংবা মামলা নিচ্ছে না। সাথে সাথে কাজ হচ্ছে। পুলিশে বেশ ভালো একটি পরিবর্তন এসেছে। এর মধ্যেও কোনো অনিয়ম হলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেবো। যানজট নিরসনে প্রতিনিয়ত পুলিশ চেষ্টা করছে। আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। এলাকায় প্রভাব খাটানোর জন্য কিশোর গ্যাং তৈরি হচ্ছে। আমরা পরিবারকে সচেতন করে যাচ্ছি। যেখানেই সমস্যা হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করছি। অনেক কাজে সফলতাও পেয়েছি। আশা করি, সহসাই সুফল পাওয়া যাবে।
তিনি আরও বলেন, চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে পুলিশের চমৎকার সম্পর্ক রয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক অনেক অভিজ্ঞ। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। চাঁদপুর প্রেসক্লাব একটি আদর্শ এবং নিঃসন্দেহে অনুকরণের একটি জায়গা। আসলেই এমন একটি প্রেসক্লাব। সবার সহযোগিতায় আমরা সুন্দর একটি চাঁদপুর গড়ে তুলবো।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা প্রমুখ।
এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, কার্যকরী সদস্য মুনির চৌধুরী, ফারুক আহম্মদ প্রমুখ।