মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১১:৩৭

ইসলামপুর সেতুর পিলারের কাছ থেকে মাটি উত্তোলন

সোহাঈদ খান জিয়া
ইসলামপুর  সেতুর  পিলারের কাছ থেকে মাটি উত্তোলন

ফরিদগঞ্জের ইসলামপুরে এম এ ওয়াদুদ সেতুর পিলারের নিকট হতে মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে সেতুর পিলার ধসে যেতে পারে বলে অনেকের ধারণা।

জানা যায়, সেতুর দক্ষিণ পাড়ে সেতুর পিলারের নিকট হতে সলেমান ও ইউসুফ নামে দুব্যক্তি মাটি কাটছে। ফলে বৃষ্টির পানি গড়িয়ে ও বর্ষা মৌসুমে পানির স্রোতের তোড়ে পিলারের গোড়ার মাটি সরে যাবে। এতে করে সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। খেয়াঘাট সংলগ্ন সেতুর দক্ষিণ পাশে খেয়াঘাট অভিমুখী রাস্তার পাশ থেকে মাটি কাটা হচ্ছে। এতে রাস্তা ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অপর দিকে সেতুর দক্ষিণ পাড়ে খেয়াঘাট সংলগ্ন একোয়ারের জায়গায় বিভিন্ন ফলের বাগান করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি ২০২৫) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, সেতুর পিলারের নিকট হতে কয়েক ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এতে খেয়াঘাটের দক্ষিণ পাশে মাটি উত্তোলন- স্থানের মাটি ভেঙ্গে রাস্তাই ভেঙ্গে যাবার শঙ্কা তৈরি হয়েছে। এভাবে সেতুর পিলার ও সেতু এলাকা থেকে মাটি কাটা হলে বৃষ্টির পানি গড়িয়ে পড়ে ও বর্ষা মৌসুমে ডাকাতিয়া নদীর স্রোতের তোড়ে সেতুর পিলার ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।

সেতু এলাকায় সেতু কর্তৃপক্ষের অ্যাকোয়ারকৃত জায়গা দখল করা হচ্ছে বলে সরেজমিনে দেখা গেলো। এই জায়গায় লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফলের গাছ।

স্থানীয় সচেতন ক'ব্যক্তি বলেন, নদীর পাড়ে সেতুর পিলারের কাছ থেকে এভাবে মাটি কাটা হলে সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। বর্ষার সময় মাটি কাটার জায়গায় ভরপুর পানি থাকে।

খেয়াঘাটের রাস্তার পাশ থেকে মাটি কাটা হচ্ছে। এভাবে মাটি কাটা হলে রাস্তা ভেঙ্গে পড়ে সেতুর নিকট চলে যাবে। সেতুর অ্যাকোয়ারের জায়গা দখল করে ফলের বাগান করা হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়