শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬

শাহরাস্তিতে জামায়াতের কর্মী সম্মেলন

বিএনপি সাথে জামায়াতের কোনো বিরোধ নেই : নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

বিএনপি সাথে জামায়াতের  কোনো বিরোধ নেই : নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের
শাহরাস্তি ব্যুরো

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, বিএনপির সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সকল রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে স্বাগত জানাই। আমরা সকল রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। মিথ্যা তথ্য দিয়ে জামায়াতকে অসম্মানিত করা থেকে বিরত থাকতে হবে। আমরা ২০ বছর বিএনপির সাথে আন্দোলন করেছি। শুধু রাষ্ট্রের সংস্কার নয়, রাজনৈতিক দল গুলোর মধ্যেও সংস্কার করতে হবে।

শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সকালে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিন আরও বলেন, আমরা ক্ষমতার জন্যে রাজনীতি করি না। আমরা ইসলামের আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে রাজনীতি করি। তিনি বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের অধিকার ফিরিয়ে দিবে, কারো ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দিবে না। জামায়াত কখনোই হিন্দুদের সম্পত্তি দখল করে না। সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে কাজ করে জামায়াতে ইসলামী। আমরা ক্ষমতায় গেলে ন্যায় বিচারের শাসন নিশ্চিত করবো। ৫৬ বছরে অনেকেই ক্ষমতায় এসেছে, একবার পরিক্ষামূলকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং পৌর আমীর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমীর মাওলানা আ. রহিম পাটোয়ারী, জেলার নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর জেলা সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশিদ ওসমানী, চাঁদপুর শহর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান , জেলা শুরা সদস্য মীর হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলার সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, নায়েবে আমীর বাদশা ফয়সাল, উপজেলা সেক্রেটারী মাওলানা মাঈনুদ্দিন, পৌর সেক্রেটারী প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা মঞ্জুর হোসেন, কুমিল্লা মহানগর শুরা সদস্য খোরশেদ আলম মজুমদার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাউসার আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়