প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২৩:০৯
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শিক্ষাবৃত্তির চেক বিতরণ
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য ও গণমাধ্যমকর্মীর সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে
সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় শিক্ষাবৃত্তির চেক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লিটন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, সাংগঠনিক সম্পাদক পাপ্পু মাহমুদ, সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম, সাধারণ সদস্য মজিবুর রহমান রনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর থেকে সংগঠনের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করা হলো। দু কৃতী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।