মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:৩৩

ফরিদগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী

ফরিদগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শোভান গ্রামের মোস্তাফা মিজি নামের একজনের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তার বিরুদ্ধে মাদক ও অসামাজিক কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। যারা তার এসব অসামাজিক কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে।

৩ জানুয়ারি শুক্রবার শোভান গ্রামে বাদ জুমায় তালুকদার বাড়ি জামে মসজিদের শত শত মুসল্লি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের শোভান অংশে গিয়ে শেষ করে। বিক্ষোভ শেষে প্রত্যাশী শোভান সড়কের পাশে মানববন্ধনে বক্তব্য রাখেন ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো. শাহ আলম, চাঁদপুর সমাজসেবা কর্মকর্তা ও তালুকদার বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন তালুকদার, তালুকদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আবদুল কাদির নুরী চাঁদপুরী ও মসজিদ কমিটির সভাপতি মোবারক হোসেন তালুকদার।

মানববন্ধনে বক্তরা বলেন, মোস্তফা মিজির কারণে আমাদের শোভান গ্রামটি নষ্ট হয়ে যাচ্ছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে। এছাড়া সে নারীদের নিয়ে ব্যবসা করে গ্রামের মান-সম্মান শেষ করে দিচ্ছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মামলা হামলার ভয় দেখায় অথবা টাকা দিয়ে ম্যানেজ করে। তার এসব অপকর্মে এলাকাবাসী অতিষ্ট। সে নারী এবং মাদক নিয়ে পুলিশের হাতে আটকও হয়েছিল। এলাকার সম্মান বাঁচাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আজ রাস্তায় নেমেছে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন এই কুলাঙ্গারকে আটক করে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করবেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন, প্রত্যাশী আর.এ. উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য খাজা আহমেদ তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়