মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪০

মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের হিফজুল কুরআন প্রতিযোগিতা

মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের হিফজুল কুরআন প্রতিযোগিতা
মুহাম্মাদ আরিফ বিল্লাহ

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার বাড়ৈগাঁও গ্রামের মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকাল ৯টায় ঘিলাতলী ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বিভিন্ন হিফজুল কুরআন মাদরাসা থেকে ৫ পারা হিফয সম্পন্ন এবং ১০ পারা হিফয সম্পন্ন করা মোট ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

হিফজুল কুরআনের জাতীয় মান বজায় রেখে প্রতিযোগিতাটি পরিচালনা করা হয়।

মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সভাপতি মো. ফয়েজুর রহমান মজুমদারের সভাপ্রধানে এবং আরাফাত বিন আনোয়ার ও মাহদি হাসান মাসুদের যৌথ সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ হুফ্ফাজুল কুরআন প্রশিক্ষক ও ক্বারী হাফেজ নেয়ামত উল্লাহ এবং হাফেজ মাও. ইউসুফ আব্দুল্লাহ।

প্রতিযোগিতায় দুই গ্রুপে নম্বরের ক্রম ভিত্তিতে ৫ জন করে মোট ১০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে এবং অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মজুমদার ফাউন্ডেশন কতৃপক্ষ।

হিফজুল কুরআন প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মানিক এবং ঘিলাতলী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. মো. ইলিয়াস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়