সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪

পতিত সরকারের মতো পালিয়ে যেতে না চাইলে আপনাদের স্বচ্ছ রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে : এমএ হান্নান

পতিত সরকারের মতো পালিয়ে যেতে না চাইলে আপনাদের স্বচ্ছ রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে : এমএ হান্নান
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বলেছেন, বিজয়ের মাসে আমাদের শপথ নিতে হবে আমরা ভাল কাজ করবো, জনগণের পাশে থাকবো, চাঁদাবাজি, মাদকসহ সকল অপকর্ম থেকে দূরে থেকে শহিদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো। পতিত আওয়ামী লীগ যা করেছে, তা থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি পদক্ষেপ নিতে হবে। আপনারা যদি পতিত সরকারের মতো পালিয়ে যেতে না চান, তবে আপনাদেরকে স্বচ্ছ রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। আমাদের মধ্যে যদি এ ধরনের কেউ থেকে থাকেন, তবে সাবধান হয়ে যান। বিএনপিতে আপনাদের স্থান নেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বিএনপির ৩১ দফার কথা ঘরে ঘরে গিয়ে প্রতিটি ভোটারের কাছে গিয়ে উপস্থাপন করুন। আগামী নির্বাচনে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নসহ পুরো উপজেলায় বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) বিকেলে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।

কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে এবং কামাল হোসেন ও সফিউল আলমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক বুলবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, মাসুদ আলম, আব্দুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, বিএনপি নেতা মিজানুর রহমান প্রমুখ।

রোববার বিকেলে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়