প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:৪৭
অ্যাড. নূরুল আমিন খান আকাশের বাবা-মায়ের জন্যে দোয়া ও মিলাদ
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য, জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের বাবা ও মায়ের জন্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৪) বাদ জোহর জেলা আইনজীবী সমিতির মসজিদে মরহুম প্রকৌশলী ( অব.) আলহাজ্ব মোহাম্মদ আলী ও মরহুমা আলহাজ্ব নাজমা আখতারের রুহের মাগফিরাত এবং আকাশের জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাও. রফিকুল ইসলাম।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহসান হাবীব, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. বাবর বেপারী, অ্যাড. শাহজাহান মিয়া, অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. আবদুল্লাহ হিল বাকী, অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, অ্যাড.এমরান হেসেন, অ্যাড. হুমায়ুন কবির, অ্যাড. সানাউল্লাহ, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামসহ আইনজীবীরা। আয়োজকদের পক্ষ থেকে দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করা হয় ।