শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫

কচুয়ায় নিখোঁজের ৪দিন পর যুবকের লাশ উদ্ধার

কচুয়ায় নিখোঁজের ৪দিন পর যুবকের লাশ উদ্ধার
নিহত যুবক আতিক মজুমদারের ফাইল ফটো ও লাশ
মোহাম্মদ মহিউদ্দিন

কচুয়ায় নিখোঁজের ৪দিন পর মাছের প্রজেক্ট থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিক মজুমদার (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ওই যুবক বজুরীখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত ক'দিন ধরে গোগড়ার বিলে পানি সেচের কাজ করেন আতিক মজুমদার। ৯ ডিসেম্বর ছোট ডিঙ্গি নৌকাযোগে সেচ মেশিন সহ প্রজেক্টের পশ্চিম পাশে আসার সময় নিখোঁজ হন তিনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া না গেলে বুধবার কচুয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়, যার নং-৫৩৮। পরে ওই বিলে বৃহস্পতিবার মাছের প্রজেক্টে তার লাশ ভাসমান অবস্থা দেখতে পায় স্থানীয় লোকজন।

নিহত আতিক মজুমদারের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনসহ পরিবারের সদস্যরা জানান, সে কয়েক দিন ধরে পানি সেচের কাজ করে আসছিল। মেশিন আনতে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কারা হত্যা করে সেচ মেশিনের সাথে পানিতে ডুবিয়ে রাখে। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান, বুধবার কচুয়া থানায় যুবক আতিকের নামে নিখোঁজের ডায়েরি করে তার পরিবার। কিন্তু বৃহস্পতিবার ভাসমান অবস্থায় তার লাশ বিতারা ইউনিয়নের গোগড়া বিলের মাছের প্রজেক্টে পাওয়া যায়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত অনুযায়ী রহস্য উদঘাটন ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়