শুক্রবার, ১৬ মে, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:০১

ফরিদগঞ্জে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে মানববন্ধন

ফরিদগঞ্জে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে মানববন্ধন
ফরিদগঞ্জের গোয়ালভাওর বাজারে মানববন্ধন।
নিজস্ব প্রতিনিধি

ফরিদগঞ্জে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে সংক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, চোর সন্দেহে ১৩ নভেম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাঘব রায় গ্রামে গণপিটুনির শিকার হন বাবু গাজী নামে এক যুবক। ২৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে কুলছুমা বেগম (৩২) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখপূর্বক ১৪ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত ব্যক্তিরা বাবু হত্যার সাথে জড়িত নয় দাবি করে শুক্রবার মানববন্ধন করেন সংক্ষুব্ধ এলাকাবাসী।

মানববন্ধনে তারা বলেন, বাবু একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে। চুরি করতে গিয়ে সে গণপিটুনি খেয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সে অ্যাম্বুলেন্সে এসে জমি রেজিস্ট্রি করেছে। পিটুনির পর থেকে সে সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ কিংবা জিডি করেনি। অথচ মৃত্যুর পর তার পরিবারকে ব্যবহার করে বাণিজ্যে নেমেছে একটি স্বার্থান্বেষী মহল। হাসপাতালের রিপোর্ট অনুসারে বাবু স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে দাবি তাদের। তাই মিথ্যে মামলার হয়রানি থেকে মুক্তি পেতে সরকারের দায়িত্বশীল মহলের কাছে সর্বাত্মক সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়