বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ২০:১৩

ডীনস্ অ্যাওয়ার্ড পেলেন কাজী মুহতাসিম ফুয়াদ

অনলাইন ডেস্ক
ডীনস্ অ্যাওয়ার্ড পেলেন কাজী মুহতাসিম ফুয়াদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিবের হাত থেকে ডীনস্ অ্যাওয়ার্ড গ্রহণ করছেন কাজী মুহতাসিম ফুয়াদ (পিপুল)।

কাজী মুহতাসিম ফুয়াদ (পিপুল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিবের হাত থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তিনি ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন এমিরেটাস অধ্যাপক প্রফেসর ড. অরুন কুমার বসাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহনাজ পারভীন। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নাছিমা আক্তার।

কাজী মুহতাসিম ব্যাচেলর অব ফার্মেসীর অনার্স ফাইনাল পরীক্ষা ২০২২-এ সিজিপি ৪-এর মধ্য ৩.৯২ পয়েন্ট পেয়ে তাঁর বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। তিনি একই বিভাগে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি হাজীগঞ্জ পৌরসভার বলাখাল কাজী বাড়ির অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার কাজী সামছুল আলমের কনিষ্ঠ পুত্র। তাঁর মা লুৎফুন্নাহার পুতুল গৃহিণী। তিনি বলাখাল যোগেন্দ্র নারায়ণ (জেএন) উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র এবং চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের সেজো ভাইয়ের ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়