প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৩:৪৩
মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ নাসিমা বেগম (২৭) নামে এক নারীকে আটক করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত নাসিমা বেগম ওই গ্রামের শামসুল আলম মাসুদের স্ত্রী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সফর আলীর পুত্রবধূ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মুঞ্জরুল আলম, ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে রোববার রাতে ওই গৃহবধূর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গৃৃহবধূ নাসিমা বেগমের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগেও মাদকসহ ওই গৃহবধূর স্বামী শামসুল আলম মাসুদকে একাধিকবার গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. তাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ফরিদগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন। পরে আটককৃত নাসিমা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৮ নভেম্বর) আদালতে পাঠায় থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকার বলেন, মাদকসহ আটককৃত নাসিমা বেগমকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।