রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২২:৩৯

হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

সভাপতি তুহিন সেক্রেটারী কামাল

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৯৮৯ ভোটারের মধ্যে ৯৪২জন ভোট প্রদান করেন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ তুহিন হায়দার পেয়েছেন ৬০৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আহসান হাবীব পেয়েছেন ৩৩৩ ভোট ও রৌশন আখতার পেয়েছেন ৫ ভোট।

সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী পেয়েছেন ৫৪০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ তাজুল ইসলাম পেয়েছেন ৩৯২ ভোট ও মোঃ নুরুল আমিন ০৫ ভোট।

নির্বাহী সভাপতি পদে মোঃ রাশেদুজ্জামান পেয়েছেন ৪৭৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মনজুর হোসেন পেয়েছেন ২৬৪ ভোট ও মোঃ সায়েদুল বাসার জুয়েল পেয়েছেন ১৩৯ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ জামাল হোসেন পেয়েছেন ৬১২ ভোট, অলক চন্দ্র দত্ত পেয়েছেন ৩৯৯ ভোট ও মোঃ মনজিল হোসেন পেয়েছেন ৬০১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে রাবেয়া আক্তার পেয়েছেন ৪৬৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা বেগম পেয়েছেন ৪৩২ ভোট।

সহ-সভাপতি পদে ৩ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একরাম হোসেন পেয়েছেন ৫৮৭ ভোট, মোঃ মোস্তফা কামাল ৪৮৯ ভোট, মোঃ মিজানুর রহমান ৩১৯ ভোট, মোঃ সামছুদ্দিন ৪১৮ ভোট, সমর কৃষ্ণ রায় ৩১৭ ভোট ও শরীফ মোঃ আলী হোসেন মোল্লা ৩৯৩ ভোট।

সহ-সভাপতি (মহিলা) ২ পদের বিপরীতে ফারজানা আমিন পেয়েছেন ৬৭৮ ভোট , রৌশন ইয়াজদানী ৩২৬ ভোট ও শাহিনুর বেগম ৬২৫ ভোট।

নির্বাহী সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান হোসেন ৭৬৬ ভোট ও তাছমিন হায়দার পেয়েছেন ১৬২ ভোট।

সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আমির হোছাইন পেয়েছেন ২৬৩ ভোট, বজলে আজিম আরমান চৌধুরী পেয়েছেন ৬৫২ ভোট।

যুগ্ম সম্পাদক ২ পদের বিপরীতে মোহাম্মদ শহীদ উল্যাহ পেয়েছেন ৬৭৯ ভোট, এ এন এম মঞ্জুর মাওলা পেয়েছেন ৫৬৫ ভোট ও মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৪৩৬ ভোট।

যুগ্ম সম্পাদক (মহিলা) পদে কোহিনুর আক্তার পেয়েছেন ৪৭৪ ভোট ও শারমিন আক্তার পেযেছেন ৪৩৬ ভোট।

সহ-সম্পাদক (পুরুষ) ২ পদের বিপরীতে বি. এম. শরিফুল আলম পেয়েছেন ৫৬৭ ভোট, মুকবুল হোসেন ৪৯০ ভোট ও মোহাম্মদ মাহাবুব আলম পেয়েছেন ৫৯৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর পেয়েছেন ৪৫০ ভোট ও মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৪৮২ ভোট।

সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল পেয়েছেন ৬৬২ ভোট ও মোহাম্মদ মোশারেফ হোসেন পেয়েছেন ২৪৬ ভোট।

ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন পেয়েছেন ৫৩৯ ভোট ও সালেহ আহম্মদ পেয়েছেন ৩৯০ ভোট।

নির্বাচনে কমিশনার পদে দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন কমিশনার মো. মোস্তফা কামাল, সদস্য বিল্লাল হোসেন পাটওয়ারী ও জাহাঙ্গীর হোসেন, প্রিসাইডিং অফিসার গিয়াস উদ্দিন কবির, সহ-প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবির, হাসিনা আক্তার ও নাছির উদ্দিন, পোলিং অফিসার আকতার হোসেন, আকবর হোসেন, আলাউদ্দিন, বাহাউদ্দিন, নূরে আলম ও শিবলি সাজ্জাদ।

এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোতাহেরুল হক, সদস্য সচিব ছারওয়ার আলম, সদস্য আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান, খোরশেদ আনোয়ার, সামছুল আলম ও বিল্লাল হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়