বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ২০:২৯

তিন দশক ধরে জনপ্রতিনিধি না হয়েও আপনাদের পাশে রয়েছি : এমএ হান্নান

প্রবীর চক্রবর্তী ও এমরান হোসেন লিটন
তিন দশক ধরে জনপ্রতিনিধি না হয়েও আপনাদের পাশে রয়েছি : এমএ হান্নান

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বলেছেন, গত ১৭ বছর আমরা জুলুম-নির্যাতন সহ্য করেছিলাম। আমরা ওই সময়ে মিছিল- সমাবেশ দূরের কথা, কথাও বলতে পারিনি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা কথা বলতে পারছি। পতিত স্বৈরাচার আমাদের খুঁজে না পেলেও জনগণ ঠিকই আমাদের খুঁজে পেয়েছে। আজকের যৌথ কর্মীসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিই তার প্রমাণ দেয়। কর্মী সভাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ও আনন্দ আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখছেন তারই একটি রূপ এটি। তবে আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এখনো ক্ষমতায় আসিনি। আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করার মাধ্যমে বিএনপি আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। তিনি বলেন, আমি গত তিন দশক ধরে জনপ্রতিনিধি না হয়েও আপনাদের পাশে রয়েছি। রাজনৈতিক কূটকৌশলে একটি চক্র আমার মনোনয়ন ছিনিয়ে নিলেও আমি দমে যাইনি। আপানাদের পাশে থেকেছি। আগামীতে আপনাদের কাজের জন্যে জনপ্রতিনিধি তথা আমার ভাষায় 'বদলা' হওয়ার জন্যে আপনাদের নিয়ে বিএনপির পতাকাতলে রয়েছি। আশা করছি আপনারাও আমাকে আপনাদের বদলা হিসেবে মনোনীত করতে প্রস্তুত রয়েছেন। আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে, গত দেড় যুগে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। পতিত আওয়ামী লীগ সরকার আমাদের প্রতিটি নেতা-কর্মীকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। আপনারা ধৈর্য ধরেন, তারা যা করেছে আমরা তা করবো না।

৯ নভেম্বর শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহম্মেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ । ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাসান আহমেদ সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, মাসুদ আলম, মহসীন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিক ইকবাল তানভীর, সহ-সভাপতি শামছুল আরেফিন মুকুল, সাংগঠনিক সম্পাদক মুসলিম বেপারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিয়াজী, মাহমুদুল রশিদ তানহা প্রমুখ।

যৌথ কর্মীসভাকে উপলক্ষ করে উৎসবে মেতে ওঠে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। ব্যানার ফেস্টুন এবং সুদৃশ্য তোরণের মাধ্যমে কর্মী সমাবেশের আশপাশ বর্ণিল করে তোলা হয়। প্রতিটি ওয়ার্ড থেকে ব্যান্ডপার্টি নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসে। বিকেল ৩টা থেকে সমাবেশ শেষ হওয়ার পূর্ব মুহূর্তেও মিছিল আসা অব্যাহত ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়