শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৮:৪৬

মতলব উত্তরে জেলেদের ৬টি নৌকা নিলামে বিক্রি

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে জেলেদের ৬টি নৌকা নিলামে বিক্রি
মতলবে জেলেদের ৬টি নৌকা নিলামে বিক্রির কার্যক্রম

মতলব উত্তরে ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জব্দকৃত ৬ টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রয় করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) মোহনপুর লঞ্চঘাটের উত্তর পাশের খালের পাড়ে (বেড়িবাঁধের নিচে) জব্দকৃত নৌকা নিলামে বিক্রির জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি কর্তৃক গঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যদের উপস্থিতিতে এ নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়।

নিলাম কমিটির আহ্বায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সদস্য সচিব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ আলী, মৎস্যজীবী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জেলেগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে উপজেলা টাস্কফোর্স ৬টি মাছ ধরার নৌকা জব্দ করে, যা আজকে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। নিলামকৃত ৪৫ হাজার ৯শত টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়