প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২১:৪৪
পরিদর্শনে জেলা প্রশাসক
পুরাণবাজার রামঠাকুর দোল মন্দিরে অন্নকূট মহোৎসব
প্রতি বছরের ন্যায় কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথিতে ২ নভেম্বর শনিবার দুপুরে পুরাণবাজার দোল মন্দির কমিটির সদস্যদের সার্বিক পরিচালনায় অন্নকূট মহোৎসব অনুষ্ঠানে শ্রীশ্রী কৈবল্যনাথের ভোগ শেষে গোমাতা পূজা, গঙ্গা পূজা এবং নরু নারায়ণের সেবা অনুষ্ঠিত হয়। এই উৎসবটি ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে পুরাণবাজার রামঠাকুর দোল মন্দির প্রাঙ্গণে।
|আরো খবর
আমন্ত্রিত অতিথি হিসেবে ধর্মীয় এই অনুষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী। এ সময় মন্দিরের পক্ষ থেকে জেলা প্রশাসককে বই উপহার হিসেবে তুলে দেয়া হয়।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, রাম ঠাকুর মন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক সুবলানন্দ মহারাজ, নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিমুল চন্দ্র সাহা, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, বারোয়ারী পূজা কমিটির সাধারণ সম্পাদক মানিক লাল সাহা, জেলা শারদাঞ্জলী ফোরামের সভাপতি রিপন কুমার সাহা, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদারসহ শ্রী শ্রী রাম ঠাকুর দোল মন্দির কমিটির সদস্যবৃন্দ। তারা অতিথিবৃন্দ ও আগত ভক্তদের সেবক হিসেবে ভক্তদের সেবা প্রদান করেন।