শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২০:১৪

হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ
হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে বক্তব্য রাখছেন প্রধান অতিথি। ছবি : চাঁদপুর কন্ঠ

হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ইউনিয়নের রামচন্দ্রপুর কাশেমিয়া ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাও. মো. নুরুদ্দিন খান।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার সভাপতি প্রিন্সিপাল এম.এ. মতিন মজুমদার, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতি মো. আনোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাও. মো. নূরে আলম সিদ্দিকী, ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মাও. মো. ইমরান হোসাইন মাজহারী।

ইসলামী আন্দোলন ইউনিয়নের সভাপতি মুফতি মো. শরীফুল ইসলামের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহজালাল মোল্লার সঞ্চালনায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন গোপালখোঁড় ভুঁইয়া বাড়ি জামে মসজিদের খতিব মাও. ক্বারী মো. এমরান হোসাইন আমজাদী, কুড়ুলী জামে মসজিদের খতিব মাও. মো. হুমায়ুন কবির প্রমুখ।

অতিথি হিসেবে ইসলামী আন্দোলনের উপজেলা দাওয়াহ ও প্রচার সম্পাদক মো. কামাল গাজী, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি আকতার হোসেন নিপু, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আকতার হোসেন আকনসহ মো. শাহ পরান, মো. মুকবুল হোসাইন, মো. শাহেদ হাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ ও দ্বীনি সংগঠন মুজাহিদ কমিটির কয়েক শতাধিক নেতা-কর্মী ও সমর্থকসহ স্থানীয় ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়