শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২০:০৫

ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা

বৈষম্য দূর করা যায় সমবায়ের মাধ্যমে

-----উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া

শামীম হাসান
বৈষম্য দূর করা যায় সমবায়ের মাধ্যমে
ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেমনি নতুন দিগন্তের সূচনা হয়েছে, তেমনি আমাদের জীবনযাত্রায় বৈষম্য দূর করতে পারি সমবায়ের মাধ্যমে। আপনারা নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করলে আমরা সহযোগিতা করবো। এ বছরের বন্যা আমাদের যে পরিস্থিতির মুখোমুখি করেছে, তেমনি প্রতিটি উদ্যোগ গ্রহণের সময় ঝুঁকির কথা মাথায় রেখেই আমাদের আগাতে হবে।

৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার (২ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় বিভাগের সহকারী পরিদর্শক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য মো. তসলিম, তিনবারের জাতীয় সমবায় স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন ও মধ্য কেরোয়া মৎসজীবী সমবায় সমিতির সভাপতি রোকছার হোসেন পাটওয়ারী।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাবিবুর রহমান। আলোচনা সভার আগে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও পরিচালকদের উপস্থিতিতে র‌্যালি অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়