মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ২১:২০

হরিসভা মন্দির কমপ্লেক্স এলাকায় শহর রক্ষা বাঁধের কাজ শুরু

বাদল মজুমদার
হরিসভা মন্দির কমপ্লেক্স  এলাকায় শহর রক্ষা বাঁধের কাজ শুরু
চাঁদপুর পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স এলাকায় মেঘনার পাড়ে শহর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে।

চাঁদপুর শহরের পুরাণবাজারে মেঘনার পাড়ে হরিসভা মন্দির কমপ্লেক্স এলাকায় শহর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। নাটোরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের দায়িত্ব পেয়েছে। ১ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টায় কাজের সূচনা উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়। মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, এমদাদুল হক আল মামুন, ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার বিপ্লব কুমার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ্ত গুণ প্রমুখ।

ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার বিপ্লব কুমার বলেন, হরিসভা মন্দির কমপ্লেক্স এলাকায় শহর রক্ষা বাঁধের ১২০ মিটার দৈর্ঘ্যে ও ৯০ মিটার প্রস্থে ৩৪ হাজার ৬শত ১৫টি বালু ভর্তি জিওব্যাগ ফেলে ৮৬ হাজার ৪শত ১৪টি বিভিন্ন সাইজের ব্লক বসানো হবে। এতে করে শহর রক্ষা বাঁধের স্থায়িত্ব বেড়ে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়