শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৮:৩০

ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এ স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদগঞ্জ স্টেশনের উদ্যোগে ভূমিকম্প, দুর্ঘটনা ও অগ্নিদুর্ঘটনার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, নির্বাচন কর্মকর্তা রায়হানুল আরেফীন, বিআরডিবি কর্মকর্তা মশিউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ফায়ার ফাইটারস, বেসরকারি সংস্থা, সুধী সমাজের প্রতিনিধিগণ।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যেই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়