প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৩:১৭
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সোমবার বিকেলে আউটার স্টেডিয়ামের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কুমিল্লা বিভাগীয় প্রধান মোঃ আমিনুল ইসলাম (নয়ন খান)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ নাছির আহমেদ, সদস্য সচিব সাবের আহমেদ খোকন, যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান মন্টু, শহর যুগ্ম আহ্বায়ক বাবু, মোঃ আলমগীর হাসান, মাহবুবুর রহমান কাজী, শাহাদাত হোসেন, নেছার আহমেদ, জাকির হোসেন, মোঃ জাকির হোসেন মোল্লা, রিপন, মহসিন প্রমুখ।
সভাশেষে সংগঠনের চাঁদপুর জেলার শাখার উপদেষ্টা মোঃ নাছির আহমেদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।