প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৩:১৫
নবাগত পুলিশ সুপারের সাথে রীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময়
৭ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সাথে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম তাঁর বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে আপনারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের তাজা রক্তের বিনিময়ে, অনেকের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ। তাই আমরা যখন জাতিসংঘের শান্তি মিশনে যাই, দেশের প্রতিনিধি হিসেবে তখন গর্ব করে বলতে পারি বাংলাদেশী।
পুলিশ সুপার বলেন, মুক্তিযুদ্ধের শুরুতেই ২৫ মার্চ কালো রাত্রিতে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে অতর্কিত হামলা চালায় পাক-হানাদার বাহিনী। দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে পুলিশ বাহিনীর অবদান কম নয়। বর্তমান পরিস্থিতিতে কিশোর গ্যাং, মাদক ও শহরের যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধারা পাশে থাকলে কয়েকগুণ শক্তি বেড়ে যাবে।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা দলের নির্বাচিত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ ও সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী।
সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার শাহজাহান গাজী, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুসলিম খান, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই, বীর মুক্তিযোদ্ধা সহিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গোফরান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সহ অর্ধ শতাধিক বীর মুক্তিযোদ্ধা।