প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ২১:৩২
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার গণসমাবেশ
নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলামী অনুশাসন চালু করতে হবে
-----------কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাও. মো. লোকমান জাফরী
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ সম্পন্ন হয়েছে। চরমোনাই পীর সাহেব ঘোষিত ৯ দফা দাবী বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৭ অক্টোবর বিকেল ৩ টায় উপজেলার নারায়ণপুর বাজারে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মা. মো. লোকমান জাফরী। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায়ের পর বাংলাদেশ এখন নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলামী অনুশাসন ছাড়া মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, রাসুল সাঃ এর দেখানো পথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি কর্মীকে অটুট থাকতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাও. আনছার আহমাদ এর সভাপ্রধানে এবং সেক্রেটারি মুহাম্মদ শরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী। গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, যুব আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মাও. ইমরান হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচ এম নিজাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক পীরজাদা মাও. আফছার উদ্দিন।
গণসমাবেশ শেষে কলরব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।