প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৩
ফরিদগঞ্জে বন্যা দুর্গতের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
চাঁদপুরের ফরিদগঞ্জে বন্যা দুর্গতের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে এনজিও সংস্থা খ্রীষ্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)। রোববার (২২ সেপ্টেম্বর) বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. খোশনূর হাসনাত জাহান চৈতি। এ সময় উপস্থিত ছিলেন সিএসএস লক্ষ্মীপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ, ফরিদগঞ্জ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ফরহাদসহ কর্মকর্তাবৃন্দ।
সিএসএস কর্তৃপক্ষ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চিকিৎসা সেবা দেয়ার জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াও সিএসএস এর পক্ষ থেকে ঔষধ বিতরণ করা হয়। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত সিএসএস সদস্যদের মধ্যে ৮০ভাগ ও সদস্যদের বাইরে ২০ ভাগ দুর্দশাগ্রস্থ মোট ১২০ জনের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়।