প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫২
এক ঝাঁক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করল লক্ষীপুর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা
৪ জন এতিমসহ ২৫ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা-কার্যক্রম শুরু করেছে লক্ষীপুর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
গত ১ জুলাই মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের অন্তর্গত ছোট লক্ষীপুর গ্রামে এই মাদ্রাসার কার্যক্রম শুরু হয়।
এরপর, ৩১ আগস্ট স্থানীয় সকল মসজিদের ইমামগণ, সামাজিক ব্যাক্তিবর্গ এবং অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বই এবং পোশাক বিতরণ করা হয়।
৪ জন এতিম সহ বর্তমানে মাদ্রাসাটি ২৫ জন শিক্ষার্থীকে নিয়ে ৩ টি বিভাগ চালু রয়েছে। যার মধ্যে নূরানী বিভাগে ২১ জন, নাজেরা বিভাগে ৩ জন, হেফজ বিভাগে ১ জন। দক্ষ শিক্ষক ও পরিচালক মণ্ডলী দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টগণ।
উল্লেখ্য, ১৯৮০ সালে সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুল ইসলাম সাহেবের হাত ধরে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।ক্ষণজন্মা এই মহাপুরুষের হাতে সৃষ্ট প্রতিষ্ঠানটি প্রায় ৩ যুগ বেহাল ও পতিত অবস্থায় ছিল। কালের পরিক্রমায় চলতি বছর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে একদল সমাজ সেবক দ্বীনের অতন্দ্র প্রহরী হিসাবে এই মহান কাজে সংস্কারে হাত দেন।