রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ২৩:৫৯

ফরিদগঞ্জে বন্যার্তদের মাঝে জালাল আহমেদের ত্রাণ সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে বন্যার্তদের মাঝে জালাল আহমেদের ত্রাণ সামগ্রী বিতরণ

মানুষ মানুষের জন্য, এই শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে ২৪ আগষ্ট শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি জালাল আহমেদ সিআইপি।তার পক্ষ থেকে সমাজ সেবিকা মাইমুনা জালালের সার্বিক তত্ত্বাবধানে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রী বিতরণের প্রথম দিনে ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া, খুরুমখালী, হক মার্কেট, ভোটাল, চৌরাঙ্গী, আষ্টা, সাইসাঙ্গা, ফকির বাজার, গুপ্টি, বোয়ালিয়া ও খাজুরিয়া আশ্রয়ন কেন্দ্রের পানিবন্দি মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এ প্রতিনিধিকে জানিয়েছেন জালাল সাহেবের অফিস স্টাফ মনিরুল ইসলাম শরীফ।

উল্লেখ্য সিআইপি জালাল আহমেদ দীর্ঘ ২০ বছর ধরে ফরিদগঞ্জ উপজেলার গরিব দুঃখী অসহায় মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছেন,এ বিষয়ে জানতে চাইলে জালাল আহমেদ সিআইপি মুঠোফোনে বলেন,টানা বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে বন্যায় পানিবন্দী মানুষগুলো অসহায় হয়ে পড়েছে, চারিদিকে দেখা দিয়েছে খাবার সংকট, তাই আমার পক্ষ থেকে শুকনো খাবার ও জরুরী ত্রাণ সামগ্রী ফরিদগঞ্জ উপজেলার নিম্ন আয়ের গরীব দুঃখী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমার এই সমাজ সেবামূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়