বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ২১:৩৮

শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল

মাহবুব আলম লাভলু
শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল

যেখানে আগে বিভিন্ন পোস্টারে চেয়ে ছিল, আর এখন সেই দেয়ালগুলোতে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড় পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে কোটা আন্দোলনের শ্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।

১৮ আগস্ট রোববার মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দেয়ালে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রআন্দোলনের পর সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে রং-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতের তুলিতে রঙিন হয়ে উঠেছে। কালো, সাদা, লাল, নীল, হলুদ--এ যেন রঙের এক মেলা! দেখা গেল, কেউ রঙ লাগাচ্ছে, কেউ পানি ছিটাচ্ছে! প্রতিটি মুখে যেন ফুটে উঠছে এক অনাবিল আনন্দ। রোদের মধ্যেই যেন একটা মায়া লুকিয়ে আছে। কারও হাতে রঙের তুলি, কারও হাতে পানির বোতল--এ যেন এক স্বপ্নের রূপ! প্রতিটি ক্যালিগ্রাফির আঁচড়ে যেন ফুটে উঠছে এক নতুন বাংলাদেশের প্রত্যাশা। এ সময় বিভিন্ন বয়সী ছেলে-মেয়েরা দেয়াল লিখনে অংশ নেয়।

ড্যাফোডিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী রিজভী আলম রিতুল বলেন, কলেজের সামনের দেয়ালসহ কলেজের জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়াল লিখন চলছে। দর্শনার্থীরা বলেন, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের পোস্টার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে দেয়ালে লিখন চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন উক্তির স্লোগান লিখছে, দেখতে খুবই সুন্দর লাগছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়