প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১১:১২
বৈষম্যহীন সমাজ গঠনে আশার আলো’র গ্রাফিতি
বৈষম্যহীন সমাজ গঠনে আশার আলো সংগঠন গ্রাফিতি অঙ্কন করেছে। সংগঠনের সদস্যরা বলেন, একটি দেশকে বহির্বিশ্বে তুলে ধরতে সুন্দর নান্দনিক সমাজ গড়ে তোলা যেমন আমাদের লক্ষ্যে তেমন তাই আমাদের মূল স্পৃহা। এই সমাজকে বৈষম্যহীন করে তোলার লক্ষ্যে আমাদের এই সামান্য গ্রাফিতি। আমাদের প্রাণের শহর নারায়ণপুরকে স্বাধীনতার রঙে রাঙিয়ে তুলতে আশার আলো অর্গানাইজেশনের নির্বিক কর্মীদের অক্লান্ত পরিশ্রম ফুটে উঠেছে শহরের প্রত্যেক দেয়ালে। বিভিন্ন মতাদর্শের মানুষের এই সমাজকে মানুষ পরিচয়ে একই ছায়াতলে একত্র হওয়া আমাদের মূল উদ্দেশ্য ।যা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমাদের এই গ্রাফীতিতে। তাছাড়াও জীবন ও জীবিকার প্রয়োজনে একটি দেশকে মানবতার লগ্নে বেঁধে সমাজবদ্ধ জীবন তা তুলে ধরা হয়েছে আমাদের বিভিন্ন গ্রাফিতিতে। যার ফলাফল একদিন প্রকাশিত হবে প্রত্যেকটি মানুষের মুখের মৃদু হাসিতে।