শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১৯:৫৬

চাঁদপুরে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান

গাছ মানুষের পরম বন্ধু, সুযোগ পেলে গাছ কাটি গাছ লাগাই না

মিজানুর রহমান
গাছ মানুষের পরম বন্ধু, সুযোগ পেলে গাছ কাটি গাছ লাগাই না

’বৃক্ষ দিয়ে সাজাই দেশ, ’সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর জেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৩ জুলাই সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

জেলা প্রশাসন ও বন বিভাগ, চাঁদপুর যৌথভাবে এই মেলার আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বৃক্ষমেলার উৎসবমুখর পরিবেশে উদ্বোধন অনুষ্ঠিত হয়।মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপার, চাঁদপুরের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহম্মদ কবির।

বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী।

মোঃ জাহিদ হোসেনের পরিচালনা

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদ, সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্থানীয় সরকার প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ চাঁদপুরের কৃষি ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক ও অন্য এ সময় উপস্থিত ছিলেন।

সভা প্রধানের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গাছ আমাদের পরম বন্ধু প্রকৃতি থেকে আমরা যে বিনামূল্যে অক্সিজেন নিচ্ছি তার জন্য কোন বিল দিতে হয় না। অথচ আমাদের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন কমানোর ব্যবস্থা করছি। সুযোগ পেলে গাছ কাটি গাছ লাগাই না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ আমাদের রক্ষা করে। সাম্প্রতিক সময় দেশে প্রচুর গরম অনুভূত হচ্ছে। তাই এই উষ্ণতা কমাতে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। নিরৎসাহিত করতে হবে বৃক্ষ নিধনকে।

এসময় জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের গাছ লাগানোকে তাদের শখের কাজে পরিণত করতে আহ্বান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষ অপরিহার্য। সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে।

অন্য বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় প্রায় ৭০ প্রজাতির বৃক্ষসহ মোট ২২টি স্টল অংশগ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়