রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ২১:৪৭

ভালো আচরন করলে সবাই মনে রাখবে

........উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক

কামরুজ্জামান টুটুল
ভালো আচরন করলে সবাই মনে রাখবে

একটি খারিজের কাগজ আপনার কাছে এক টুকরো কাগজ হতে পারে। তা অন্যের কাছে সারাজীবনের শ্রম-ঘাম ঝরানোর বিনিময় হতে পারে। কারো কাজ আটকে রাখবেন না। সেবা গ্রহীতার সাথে সবসময় ভালো আচরন করবেন। সেই আচরনের কারনে আপনাকে এই মানুষগুলে সবসময় মনে রাখবে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক। সভায় তিনি সরকারি কর্মকর্তাদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন এবং জনসাধারণের তথ্য অধিকার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও এদিন তিনি উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

উপজেলা ভূমি অফিস (সহকারী কশিনারের কার্যালয়) পরিদর্শন করতে আসলে তাঁকে স্বাগত জানান, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এ সময় তিনি সহকারী কমিশনার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন এবং জনসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, করেন উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক। এসময় তাঁকে স্বাগত জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প পরিচালক প্রকৌ:জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের কানুনগো মিলাদ হোসেন মিয়া, সার্ভেয়ার মো. আবুল কালাম, কম্পিউটার অপারেটন মো. নূর হোসেন, নাজির কাম ক্যাশিয়ার মো. সোহাগ হোসেন, সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়