প্রকাশ : ২২ জুন ২০২৪, ২২:৪৯
বাকিলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন
হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বাকিলা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক নির্বাচন সম্পন্ন হয়েছেন। দ্বি-বার্ষিক মেয়াদে অনুষ্ঠিত উক্ত নির্বাচনটি ২২ জুন (শনিবার) বিদ্যালয়ের হলরুমে সম্পন্ন হয়। এতে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একেএম জাহাঙ্গীর আলম। নির্বাচনের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক সুমন দাস। ৬ জন প্রার্থী উক্ত নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। প্রতিদ্বন্ধীকারী সবাই বাকিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
৪৮৭ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সদস্য পদে নির্বাচিত হন মো: হোসেন মোল্লা লিটন, ৩৭৭ ভোট পেয়ে দ্বিতীয় হন এনামুল হক তোয়ার, ৩১১ ভোট পেয়ে তৃতীয় হন আবুল হোসেন লিটন ও ২৫৯ ভোট পেয়ে ৪র্থ হন শ্যামল কান্তি দাস। মহিলা সদস্য পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় বিজয়ী হন তাজমিরা লুবনা।
উক্ত নির্বাচনে ৮২৫ ভোটারের মধ্যে ৬০৭ ভোট বৈধ বলে গৃহীত হয়। সংগৃহীত ভোটের সংখ্যা ৬৪৬ বাতিল ভোট ৩৮ টি।
নির্বাচনে সহকারী পিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউড়ি, মাধ্যমিক অফিস সহকারী রফিকুল ইসলাম।
একেবারে শান্তিপূর্নভাবে ভোট প্রকৃয়া সম্পন্ন করায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও অভিবাবক ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. অসীম কুমার দাস আরো জানান, বিদ্যালয়ের শিক্ষার মানসহ সার্বিক উন্নয়নে বিজয়ী এবং যে সকল সম্মানিত প্রার্থী নির্বাচিত হতে পারেননি তাদের সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।