প্রকাশ : ২০ জুন ২০২৪, ১৮:২১
মতলবে দক্ষিণ নাগদা মানবিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নাগদা মানবিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ জুন) সকালে দক্ষিণ নাগদা ফোরকানিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনোয়ার হোসেন মালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইম্প্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেড ও বিজিএমইএ’র পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম প্রধান।
সমাজ সেবক আলহাজ্ব মাওলানা ডাঃ মহসিন প্রধানের উপস্থাপনায় সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন প্রধান ও ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই ফার্মাসিটিক্যাল চট্টগ্রাম জোনের ম্যানেজার রবিউল আলম টিটু প্রধান, বিশিষ্ট সমাজ সেবক নাছির উদ্দিন পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম অনিক।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তানজিম প্রধান, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ প্রধান, কোষাধ্যক্ষ আরিফ হোসেন জনি, প্রচার সম্পাদক এ.কে জিলানী প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল আলম দেওয়ানজী, সাধারণ সদস্য মো. নাজির হোসেন তালুকদার, সহযোগি সদস্য আঃ সালাম মিয়াজী, মোঃ ফারুক দেওয়ানজী, মাসুদ রানা রাজু।
প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের কার্যকরি পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন দেওয়ানজী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম রিমন, প্রচার সম্পাদক এ.কে জীলানী প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম প্রধান ও ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম প্রধানকে সংগঠনের বিগত বছরের বিভিন্ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি, সম্মানিত মেহমান, বিশেষ অতিথি, সকল উপদেষ্টা ও সকল সদস্যদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রবাসী উপ-কমিটির পক্ষে উপ-সাংগঠনিক সম্পাদক মো. কাউছার হামিদকে সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দক্ষিণ নাগদা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহাবুব আলম চাঁদপুরী।