রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২০ জুন ২০২৪, ১০:৪৩

চাঁদপুর বড়স্টেশন লঞ্চঘাট এলাকায় স্ত্রীর সামনেই ডুবে গেলেন স্বামী

অনলাইন ডেস্ক
চাঁদপুর বড়স্টেশন লঞ্চঘাট এলাকায় স্ত্রীর সামনেই ডুবে গেলেন স্বামী

চাঁদপুর বড়স্টেশন লঞ্চঘাট এলাকায় স্ত্রীর সামনেই ডুবে গেলেন স্বামী। চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিলেন এই দম্পতি। তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনে পানিতে তলিয়ে গেলেন স্বামী। ২০ জুন বৃহস্পতিবার সকাল ৭টায় শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জহিরুল ইসলামের (৩০) বাড়ি বরিশাল জেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন মেঘনার তীরে ভাড়া বাসায় থাকতেন। জহির কখনো অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন। নিখোঁজ জহিরুলের ভাই নজরুল ইসলাম বলেন, আমার ভাই সাঁতার জানতেন। প্রতিদিন এখানে মেঘনা নদীতে গোসল করেন। আজ তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে এসেছিলেন। নদীর তীব্র স্রোতে তিনি ডুবে গেছেন। চাঁদপুর নৌফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোসলেম মিয়াজী বলেন, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত জহিরুলের সন্ধান পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়