রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১৫:২৯

হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মরলো ভাই ওমর ফারুক (৬) -বোন ফাইজা (৮)। শুক্রবার (১৪ মে) মর্মান্তিক আর হৃদয়বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা বড় বাড়িতে। নিহত ভাই বোন এ বাড়ির কামাল হোসেনের সন্তান। ফাইজা স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেনী আর ওমর ফারুক পাশের কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী। ভাই বোন মৃত্যুর বিষয়টি নিম্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও অফিসার ইনচার্জ।

বড় বাড়ির সফিক জানান, জুম্মার নামাজের কারনে বাড়িতে পুরুষ ছিলো না। সবার অগোচরে শিশুরা বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে আমরা খুঁজে পানি থেকে তুলে হাসপাতালে পাঠিযে দেই।

নিহত ওমর ফারুকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার বাবার বন্ধু তুহিন দায়দার জানান, কামালের দুই সন্তানকে পুকুরের পানি থেকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে গেছে শুনে আমি হাসপাতালে এসেছি। এখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: ফারহানা হোসেন জানান, হাসপাতালে আসার অনেক আগেই শিশুরা মারা গেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, পানিতে ডুবে ভাই বোন মারা যাবার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়