প্রকাশ : ১১ জুন ২০২৪, ২১:১৪
মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ পালিত
‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।
১১ জুন মঙ্গলবার বেলা ১১টায় মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্রের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার পরিচালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানজীর হোসাইন, শিক্ষার্থী সাদিয়া সুলতানা।
এ সময় স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, দালাল মুক্ত ভূমি অফিস করতে যা যা প্রয়োজন সবকিছুই করবো এবং নামজারি করতে ৭০ টাকা আবেদন ফিস এবং ১১০০ টাকা ডিসিআর বাবদ ফিস দিতে হবে। এর বাইরে কেউ টাকা চাইলে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।