প্রকাশ : ২৭ জুন ২০২১, ১৯:৩৫
নিজ গাছতলায় পানি নিষ্কাশন বন্ধ করে বালু দিয়ে ভরাট : ফসলী জমি ব্যাপক ক্ষতির সম্ভাবনা
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে জনৈক ব্যক্তি বালু ফেলে ভরাট করে পানি নিষ্কাশন বন্ধ করে দিয়েছে।
জানা যায়, চাঁদপুর - ফরিদগন্জ -রায়পুর সড়কে নিজ গাছতলায় সড়কের নিচ দিয়ে পানি নিষ্কাশনের জন্য বড় একটি পাইপ দেওয়া হয়। কতিপয় ব্যক্তিকে জায়গা কিনে দিয়ে তারাই আবার বালু দিয়ে ভরাট করে পানি চলাচল বন্ধ করে দেয়।
এরই প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, এই স্থানটায় পানি নিস্কাশন বন্ধ করে দিলে প্রায় শতাধিক পরিবার পানির নিচে নিমজ্জিত হয়ে পড়বে। এমনকি প্রায় ৫০/৬০ একর জমির চাষাবাদকৃত ফসল পানিতে নিমজ্জিত থাকবে।
স্থানীয় অনেকে মতামত পোষণ করেন যে, শুষ্ক মৌসুমে বৃষ্টির পানি জমে থাকবে এবং জমিনে চাষাবাদ করা যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, চাঁদপুর -ফরিদগঞ্জ - রায়পুর সড়ক নির্মাণ করার পূর্বে এখানে পানি নিষ্কাশনের জন্য কালর্ভাট ছিল। সড়ক নির্মাণ করার সময় এখানে মোটা পাইপ দেওয়া হয়। যাতে করে পানি চলাচল করতে পারে। আর সে পানি খালে গিয়ে নদীতে চলে যায়।
পাইপের মুখ বন্ধ করে দেয়ায় ফসলি জমি ও বসত বাড়ির মানুষ বড় ধরনের খতির সম্মুখীন হয়ে পড়বে। এখানে বাড়ি নির্মাণ করার পূর্বে পানি চলাচলের ব্যবস্থা করা জরুরি বলে অনেকে জানান। এব্যাপারে বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলমগীর আলম বলেন, পানি চলাচল বন্ধ করে দেওয়ার বিষয়ে কেউ বলেনি। কেউ লিখিত অভিযোগ করলে জনস্বার্থে সরকার ব্যবস্থা নিবে।