বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ জুন ২০২১, ১৫:০৫

পৌর বর্জে বন্ধের উপক্রম চাঁদপুর-মতলব খাল : ১৪নং ওয়ার্ডের ডাস্টবিনের অভাব আর কতকাল?

হাছান খান মিসু
পৌর বর্জে বন্ধের উপক্রম চাঁদপুর-মতলব খাল : ১৪নং ওয়ার্ডের ডাস্টবিনের অভাব আর কতকাল?
ডাস্টবিন না থাকায় চাঁদপুর-মতলব খালে ময়লার দৃশ্য।

চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের মধ্যে জন গুরুত্বপূর্ণ ১৪নং ওয়ার্ড। এটি চাঁদপুর পৌরসভার বর্ধিত অংশের একটি। বাবুরহাট বাজারসহ কল্যাণপুর, আশিকাটি, মৈশাদি ইউনিয়নের কিছু অংশ নিয়ে এ ওয়ার্ডটি গঠিত।

চাঁদপুর জেলা পুলিশ লাইন, জেলা পরিষদ, জেলা কারাগার, বিসিক শিল্পনগরীরসহ জনগুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান এই এলাকায় থাকায় এলাকার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এই এলাকায় ২টি উচ্চ বিদ্যালয়, ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কিন্ডারগার্ডেন রয়েছে। এ সকল প্রতিষ্ঠান থাকার কারণে এই এলাকায় ঘনবসতি দিন দিন বেড়েই চলছে। কিন্তু এর সাথে নাগরিক সুবিধা না থাকায় এলাকায় বসবাসের দিনদিন অযোগ্য হয়ে পড়ছে।

এই ১৪নং ওয়ার্ডে বহুল আলোচিত কয়েকটি সমস্যার মধ্যে ময়লা ফেলানোর ডাস্টবিন একটি অন্যতম সমস্যা। গত কয়েকদিন আগেও এখানে ছিলো না বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো ব্যবস্থা। বর্তমানে পৌর কতৃপক্ষ থেকে ১টি ভ্যানের ব্যবস্থা থাকলেও ডাস্টবিন না থাকায় খালের মধ্যে বর্জ্য ফেলা হচ্ছে। সেখান থেকে পৌরকর্তৃপক্ষের গাড়ি দিয়ে বর্জ্য নিয়ে ডাম্পিং করার কথা থাকলেও আজ পর্যন্ত বর্জ না নেওয়ার কারণে প্রবাহমান চাঁদপুর-মতলব খাল বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া এখান থেকে বর্জ্য না নেওয়ার কারণে আশপাশের পরিবেশ মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে।

বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন ব্রীজের উত্তর পাশে বাজার দোকানির বর্জ বর্জ্য ও গরু জবাইয়ের স্থান হতে বর্জ্য না নেওয়ার কারনেও মসজিদে মুসল্লিদের মারাত্মক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এই এলাকায় বসবাসরত জনসাধারণকে জনদুর্ভোগ ও এলাকার পরিবেশ সুন্দরভাবে রক্ষা করতে পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়