শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ২০:৪৪

মতলবে খোলা স্থানে টয়লেটের ময়লার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

অনলাইন ডেস্ক
মতলবে খোলা স্থানে টয়লেটের ময়লার  দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

মতলবে খোলা স্থানে টয়লেটের ময়লার

দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠমতলব পৌরসভাধীন ৮নং ওয়ার্ড মোবারকদী গ্রামে বসত ঘর ও কবরস্থান সংলগ্ন খোলা স্থানে টয়লেটের ময়লার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়েছে পড়েছে। এ বিষয়ে আজ ১৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন ভ‚ক্তভোগী নাজমা বেগম।

নাজমা বেগম জানায়, তার প্রতিবেশী মোবারকদী গ্রামের আব্দুস ছাত্তার মিজির ছেলে স্বপন মিজি দীর্ঘদিন যাবৎ খোলা স্থানে বসত ঘর ও কবরস্থান সংলগ্ন এলাকায় টয়লেটের ময়লা ফেলছে। যার ময়লা ছড়িয়ে ছিটিয়ে দুর্গন্ধের সৃষ্ট হচ্ছে। এতে বিভিন্ন পেটের অসুখসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে তারা। স্বপন মিজিকে বিভিন্ন সময়ে বলা সত্তে¡ও তিনি কারো কথা শুনছেন না। অভিযোগকারীকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এলাকাবাসী জানান, তাদের টয়লেটের ময়লাগুলো খোলা স্থানে পড়ছে। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়াও মশা ও মাছির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা। প্রশাসনিক ব্যবস্থা নেয়া প্রয়োজন।

স্বপন মিজি জানান, যৌথভাবে আমি ও আমার ভাইয়ের পরিবার টয়লেটটি ব্যবহার করছি। অতি শীঘ্রই ময়লা দুর্গন্ধ যাতে না ছড়ায় সে ব্যবস্থা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়