প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ২১:৩১
মতলব দক্ষিণে জমি জমা সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে জখম : আহত ৩
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বড়দিয়া আড়ং এলাকায় জমিজমা সংক্রান্তের বিরোধে গৃহবধূ নারীকে কুপিয়ে জখম এবং একই পরিবারের আরো তিনজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল ১৫ এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে।
অভিযোগ সূত্রে জানা যায় মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ডে বরদিয়া আরং এলাকায় মোবারকদি এলাকার মিজি বাড়িতে আপন দু ' সহোদর মাহফুজমিজি ও স্বপন মিজির সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন যাবত। এ ঘটনা আদালত পর্যন্ত মামলা গড়ায়। এ জমিজমা সংক্রান্ত চাঁদপুরের আদালতে মামলা করলে মামলার রায় স্বপন মিজির পক্ষে আদালত রায় দেয় কিন্তু আদালতের রায়কে উপেক্ষা করে মাহফুজমিজি গংরা স্বপন মিজির সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টা করে।
এই ঘটনায় স্বপন মিজি বাধা দিলে মাহফুজ মিজি (৬০) পিতা- আঃ রহমান মিজি, সাদ্দাম মিজি - (২৮) সেলিম মিজি (৪৫) পিতা - গফুর মিজি, ইলিয়াস মিজি (৬০) পিতা- আঃ রহমান মিজি, মাহফুজ মিজি, মোখলেস মিজি ও রনির নেতৃত্বে উল্লেখিত সন্তাসীরাসহ অর্ধশতাধিক সন্তাসী দেশীয় অস্ত্র সস্ত নিয়ে হামলা চালিয়ে স্বপন মিজি পিতা- আঃ ছাওার মিজি, তাঁর স্ত্রী মাকসুদা বেগম (৬০) পুএ মাসুদ মিজি,(৪০) মারাত্মক আহত করে। এছাড়া স্বপন মিজির পুত্র বধু - উন্মেহানি (৩০) কে কুপিয়ে মারাত্মক জখম করে।
এ ঘটনায় স্বপন মিজি জাতীয় সেবাকল ৯৯৯ - এ কল দিয়ে সহযোগিতা চায়।
এদিকে এ ঘটনার পর পরই হামলায় আহতদের স্হানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা জানান এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।