প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১৬:৪৫
চাঁদপুর পৌর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
চাঁদপুর পৌর ঈদগাহ পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ এপ্রিল সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত শুরু হয়। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
|আরো খবর
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিলেন চাঁদপুরের জেলা প্রশাসক।
১১ এপ্রিল চাঁদপুর জেলার পৌরসভা ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, চাঁদপুর পৌরসভা মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ, নেজারত ডেপুটি কালেক্টর মো: আসাদুজ্জামান সরকার,চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান আলহাজ্ব এডভোকেট ইকবাল বিন বাশার সহ পেশ ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
ঈদের নামাজে জেলা প্রশাসক দেশ ও জাতির কল্যাণ কামনা করে চাঁদপুর জেলার সবার মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।
অত:পর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাঁদপুর জেলার সরকারি শিশু পরিবারে শিশুদের মাঝে ও জেলা কারাগারে বন্দিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এদিকে, চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় পুরান বাজার মধুসূদন হাই স্কুল মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ও পেশ ইমাম এই ঈদ জামাতের ইমামতি করেন। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদের নামাজে অংশ নেন।
পুরান বাজার পূর্ব শ্রীরামদী ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে
ঈদের নামাজ আদায় করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, ‘সবাইকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।’
নামাজ আদায়ের পর তিনি মসজিদে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও চাঁদপুর স্টেডিয়াম,টেকনিক্যাল হাই স্কুল মাঠ,বড় স্টেশন সাবের আলী গাজী মাদ্রাসায় ঈদগা মাঠসহ চাঁদপুরের জেলা উপজেলার সকল ঈদগাহে এবং মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে জামাতে। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন।