বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৬

চাঁদপুরে বিশ্ব অটিজম দিবস পালিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বিশ্ব অটিজম দিবস পালিত

চাঁদপুর জেলায় ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০২ এপ্রিল) সকালে চাঁদপুর জেলায় "সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা" প্রতিপাদ্যে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অত:পর অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল  সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, উপজেলা সমাজসেবা অফিসার, অটিজম বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, উপকারভোগীসহ সংশ্লিষ্ট অংশীজন।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শৈশবে ব্যবস্থা নেওয়া গেলে অটিজম নিয়ে জন্ম নেওয়া শিশু প্রাপ্তবয়সে অনেকটাই স্বাভাবিক হতে পারে। অটিজম আমাদের সমাজেরই এক অবিচ্ছেদ্য অংশ। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে 'লিভিং নো ওয়ান বিহাইন্ড' নীতিতে তাদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়