শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১৭:৫৫

ফরিদগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস পালিত

ফরিদগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) দিবসের সূয্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি শেষে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি।

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য বিভাগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডলের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপাদার, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়