প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১৯:৩৬
দ্রব্যমূল্য বিষয়ক ফরিদগঞ্জ থানা পুলিশের বাজার মনিটরিং
পবিত্র মাহে রমজানের সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ বজায় রাখতে ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলা সদর বাজারের বিভিন্ন বিপনি বিতানে দ্রব্যমূল্য, অবৈধ মজুদ ও যানজট নিরসনে তদারকি করেছে। শনিবার (২৩ মার্চ) বিকালে ওসি সাইদুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা সদর বাজারের মুদি দোকান, ফলের দোকান, ইফতারি বিক্রির দোকান, গরুর মাংস, মাছ, পেল্ট্রি মুরগি, শুচকী ও কাঁচা মালের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এসময় বাজারের মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার জন্য বিক্রেতাদের প্রতি অনুরোধ করেন। একই সময় ক্রেতাদেরকে পন্যমূল্য অতিরিক্ত দাবী করলে দ্রুত ভোক্তা অধিকারকে এবং থানা পুলিশকে জানানোর অনুরোধ করেন।
এসময় ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা কমিউিনিটি পুলিশিং এর সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, এসআই জাহাঙ্গীর হোসেনসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, মাহে রমজানে দ্রব্যমূল্য বিষয়ক তদারকির অংশ হিসেবে আমরা বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তাদেরকে মূল্য তালিকা প্রদর্শনসহ অতিরিক্ত মূল্য না নেয়ার অনুরোধ করেছি। আজ আমরা সকলকে সর্তক ও সাবধান করেছি। ভবিষ্যতে কোন অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।