প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ২০:১৯
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে জাতীয় শিশু দিবস উদযাপন
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার ১৭ মার্চ সকালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষক আমিনুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন সুবাস সাহা। এরপর শিক্ষার্থী সুরভী, বিথী, অর্পিতা, পুস্পিতা, ফৌজিয়া ও ফাহমিদাসহ উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরবর্তীতে আলোচনা সভার শুরুতেই কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী ফাহমিদা কবির এবং সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার, মল্লিকা রানী পাল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, স্বপন কুমার মজুমদার, মজিবুর রহমান, মিজানুর রহমান, কামরুল হাসান মিল্টন, রাশেদ গাজী ও শিক্ষার্থী হাসান মোর্শেদ প্রমুখ।
শিক্ষক ফারজানা ইয়াছমিনের উপস্থাপনায় বক্তব্য শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন, কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ ফয়েজুল্লা। এরপর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।