প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ২০:৩৩
হাইমচর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ মাস্টারের কবর যিয়ারত
হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ মাস্টারের কবর যিয়ারত করেন সাবেক কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান শাহীন। একই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা সদরে সরকারি হাসপাতাল জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া শেষে বিএনপির করোনা হেল্প সেল-এর নির্দেশনায় হাইমচরে সর্বসাধারণের মাঝে মাহবুবুর রহমান শাহীনের ব্যবস্থাপনায় করোনার সুরক্ষা সামগ্রী, ঔষধ, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়।
|আরো খবর
২৮ আগষ্ট শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ মাষ্টারের কবর যিয়ারতসহ দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন এসময় উপস্থিত হাইমচর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও ৩ নং আলগী দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আঃ জলিল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান কবিরাজ মোঃ বিল্লাল হোসেন আখন, উপজেলা বিএনপি নেতা আবু তাহের পাটওয়ারী, ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন গাজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীনের সহধর্মিনী শাজিয়া শাহীন, উপজেলা বিএনপি নেতা আজিজ পাটওয়ারী, নাছির সরদার, সাবেক ছাত্র নেতা সরদার নূরে আলম (জিকু), মহিলা দলের সাধারন সম্পাদক ফাতেমা বেগম, চাঁদপুর পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহনুর বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহেল, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সস্পাদক ওসমান গনি, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ মোল্লা, কৃষি বিষয়ক সস্পাদক জাহাঙ্গীর প্রধানীয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর মাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আনোয়ার গাজী, সাইফুল, শহর যুবদল নেতা মোঃ হুুমায়ূন বেপারী, জেলা যুবদলের সদস্য দেওয়ান মোঃ জুয়েল, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন আসিফ, যুবদল নেতা আল আমিন রনি, উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন, জাকির সরদার, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ নেছার সিকদার, ছাত্রদল নেতা রাজু, শামিম, সহ চাঁদপুর জেলা ও হাইমচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
কবর যিয়ারত শেষে বাদ আছর দোয়া ও মিলাদে মুনাজাত পরিচালনা করেন সরকারি হাসপাতাল জামে মসজিদের খতীব ও তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার পরিচালক মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ।