প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:২৫
ফরিদগঞ্জে এ আর মালিক সিডস প্রাঃ লিঃ এর মাঠ দিবস
ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবার পশ্চিম ইউনিয়নে এ আর মালিক সিডস প্রাঃ লিঃ এর টমেটো টি এম ১২২০ এর মাঠ দিবস পালন করা হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের সকদিরামপুর বাবর পাটওয়ারী বাড়ির নিকট মাঠে টমেটো টি এম ১২২০এর মাঠ দিবস পালন করা হয়। এ সময় বক্তারা প্রাচীনতম এই কোম্পানির বীজের গুনাগুন তুলে ধরেন। এবং টি এম ১২২০ জাতের টমেটোর চাষ পদ্ধতি ও উন্নত ফল পেতে যা যা করনীয় তার উপর আলোচনা করেন।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. সাফায়েত আহমদ সিদ্দিকী, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর। সাইফুল হাসান আলামিন, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অফিস, চাঁদপুর। সাংবাদিক মোঃ মনির হোসেন, সাব এডিটর, চাঁদপুর সংবাদ। ড. শরীফুল ইসলাম, সেলস ম্যানেজার এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেড, ডিলার মোঃ আমির হোসেন কালু মিয়া, সাদ্দাম ব্রীজভান্ডার চান্দ্রা বাজার। মোঃ সাত্তার খান, মিজানুর রহমান, কৃষক মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন তপন কুমার দত্ত, কোরআন তেলাওয়াত করেন সালে আহমদ জমদার, অনুষ্ঠানটি পরিচালনা করেন খোরশেদ আলম।