প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১৯:৩৭
কারেন্ট জাল বিক্রি করায় দুই দোকানীর অর্থদন্ড
চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে দুটি দোকান থেকে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৫টি চায়না রিং চাই জব্দ করা হয়েছে। নিষিদ্ধ জাল ও চাই বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জেলা টাস্কফোর্সের ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান।
ভ্রাম্যমান আদালতে মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল দোকানে পাওয়ায় ব্যবসায়ী নকুল দেবনাথকে ৫ হাজার এবং অপর ব্যবসায়ী প্রবীর নাহাকে ৪ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার মো. সফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযানের সাথে ছিলো।
অভিযানে থাকা সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরান বাজার সুতাপট্টীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান এর নেতৃত্বে কোস্ট গার্ড ও সদর উপজেলা মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় দুটি দোকান থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ টি চায়না রিং চাই জব্দ করে।
সন্ধ্যায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।