শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১২:০৫

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ
মোঃ সাজ্জাদ হোসেন রনি

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক সহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর নেতৃবৃন্দ। একইসাথে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে চাঁদপুর প্রেসক্লাবে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।

১ জানুয়ারী ২০২৪ সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর আহ্বায়ক জি. এম জহিরের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাহেদ হোসেন দিপু, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ- সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ রাসেল, জাহাঙ্গীর আলম প্রমূখ।

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন শান্ত মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাব সারাদেশের মধ্যে একটি মডেল। যা চাঁদপুর জেলার সাংবাদিকদের মেলবন্ধন হিসেবে কাজ করে। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, দেশের চতুর্থ স্তম্ভ। যাদের কাজ হলো সমাজের বাস্তব চিত্র মানুষের মাঝে তুলে ধরা। সমাজের অসংগতি, হতাশা, দুঃখ, দুর্দশাসহ সার্বিক বিষয় প্রতিবেদন আকারে উপস্থাপন করা।

তিনি বলেন, একজন কলম সৈনিক-ই পারেন একটা সমাজের চিত্র পাল্টে দিতে। অসহায়, হতদরিদ্র মানুষের জীবনযাত্রার পরিবর্তন করতে। লেখনীর মাধ্যমে একজন সাংবাদিক সকল অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম নির্যাতন ও নিপীড়নের অবসান করতে পারেন। ভূমিকা রাখতে পারেন সমাজ ও রাষ্ট্রের প্রতিটি উন্নয়ন মূলক কর্মকাণ্ডে। তাই আমরা আপনারা মিলে পরিবর্তন করে দিতে পারি অধ্যুসিত এ সমাজ ব্যাবস্থাকে। পাল্টে দিতে পারি সকল অসংগতির চিত্র।

তিনি বলেন, আমরা আপনাদের সেবা ও সহযোগিতায় নিয়োজিত। আপনাদের সার্বিক সহযোগিতায় সর্বদা আমাদের পাশে পাবেন। সকল ক্ষেত্রে মনে রাখতে হবে যেকোনো পট পরিবর্তনে চাই ঐক্যবদ্ধতা। আর মনের কথা প্রকাশ করার সুযোগ না থাকলেই ঐক্যবদ্ধতা হারায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়