বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ২১:৫৪

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় বক্তাগণ

আমাদের নতুন প্রজন্মকে মিথ্যা দুর্নীতি শব্দ ভুলিয়ে দিতে হবে

অনলাইন ডেস্ক
আমাদের নতুন প্রজন্মকে মিথ্যা দুর্নীতি শব্দ ভুলিয়ে দিতে হবে

উন্নয়ন  শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৩ চাঁদপুর জেলায় পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় জেলা সার্কিট হাউজের সামনে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।পরে সেখানে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এরপর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সাজো এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি চাঁদপুর এর আয়োজনে "দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ও প্রাক্তন সিনিয়র সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত চাঁদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক জালাল উদ্দিন আহাম্মদের সভাপ্রধানে বিষয় ভিত্তিক আলোচনায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

বক্তব্য রাখেন ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম।

অনুষ্ঠান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয় তাই সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।নিজ পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, দেশের উন্নয়ন গতি ধারাবাহিক ভাবে চলমান রাখা ও টেকসই করার লক্ষ্যে আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। দেশের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে এই লড়াই খুবই গুরুত্বপূর্ণ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমাদের মধ্যে কর্তব্যনিষ্ঠ, ন্যায় নিষ্ঠা সুশাসন নিশ্চিত করার জন্য যার উপর যে দায়িত্ব রয়েছে। আমরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করি, তাহলে দুর্নীতি অনেকাংশ কমে আসবে। সবাই মিলে আমাদের নতুন প্রজন্মকে মিথ্যা দুর্নীতি শব্দ ভুলিয়ে দিতে হবে। সেই চেষ্টা নিজের থেকে শুরু করতে হবে।

অনুষ্ঠানে জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, দুর্নীতি প্রতিরোধ কমিটি, টিআইবির সদস্যগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়